এ দেশের মানুষ এমন অনেক দুর্ঘটনার স্বীকার হয়েছেন বিশেষ করে লঞ্চ ডুবিতে , ভবন ধসে ও আগুনে প্রাণহানির
-২০০৩ সালে কোকোর মালিকানাধীন 'লঞ্চ এমভি কোকো-৪' ভোলার লালমোহনের মেঘনায় ডুবে ৭৭ জন যাত্রী মৃত্যুবরন করেছিল।
-২০০৪ সালে শাঁখারীবাজারে ভবন ধসে ১৭ জন মৃত্যুবরন করেছিল।
-২০০৫ সালে সাভারের স্পেকট্রাম গার্মেন্টের ভবন ধসে নিহত হয়েছিল ৬১ জন।
-২০০৬ সালে তেজগাঁওয়ের ফিনিক্স ভবন ধসে ২১ শ্রমিক নিহত হয়েছিল।
যাদের পরিবার ক্ষতিপূরণ হিসেবে একটি টাকাও পাননি।
সকল রাজনীতিবিদদের বলতে চাই দয়া করে এই নিরহ মানুষদের নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকুন ...
আমাদের সজাগ থাকতে হবে যে সাভারের সকল ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ থেকে যেন বঞ্চিত না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





