আমি তো এতো ভাবিনি, ভাবতে চাইনি, তবু কেন ভাবনাগুলো এলোমেলো হয়ে এসেছিলো, আমি চেয়েছিলাম ঘুচিয়ে নিতে, কিন্ত কিছু কিছু ভাবনা আসলে আমার ভাবাটা ঠিক হয় নাই বা তা আমার অধিকার এ পড়েনা। তবু ও বলি দেখা হবেই হবে কোন না কোন দিন, হয়তো দেখা হবেনা সেই চির পরিচিত ক্যামপাসে বা প্রান্তিকের সাইবার ক্যাফেতে, রিকসায় ঘোরা হবে না, বা যাদুঘরের সামনে দঁাড়িয়ে আইচক্রিম খাওয়া হবে না, এসব হোক না হোক তবে দেখা কিন্তু হবেই। কেন না আকাশ যখন মেঘ কালো হয় তখন বৃষ্টি ই হয়, আর কুয়াসা ঘেরা সকালে ও উজ্বল রোদ দেখা যায়- তাই কোনো কিছুই অনিশ্চিত নয় ও অসম্ভব ও নয়। আমি বলি দেখা হবেই এবং তুমি আসবেই। তোমার অপেখ্খায়….….….….
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




