

এই বর্বরতার শেষ কোথায়? মেধাবী শব্দটা স্রেফ একটা গা*লি হিসেবে আখ্যা পেল! "তুই মেধাবী"
কথায় আছে, শিক্ষার্থীদের কমল হৃদয় তারা অপরাধের কাছে মাথা নত করে না। সেই মেধাবী শিক্ষার্থীরা যে ধ্বংসলীলায় মেতে উঠেছে এর শেষ কোথায়? যুগের শ্রেষ্ঠ বিদ্যাপিট ঢাবি ও জাবির শিক্ষার্থীদের এহেন কর্মকাণ্ডে বিস্মিত দেশবাসী। যাদের হাতে আগামীর বাংলাদেশ তাদের হাতে লাঠি মানুষকে সাপের মত পিটুনি দেয়! এর থেকে লজ্জা আর কি হতে পারে? আবরার হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির রায় ও যাবত জীবন কারাদণ্ড কি শিক্ষার্থীদের কিছু শেখাতে পারেনি?
"স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাস আর পেলাম কই মেধাবীরা স্বাধীনতার উপর দিচ্ছে মই"
৫২, ৭০,৭১, ২৪ এ সূচনার কেন্দ্র থেকেই ২৪ স্বাধীনতার কবর রচিত হচ্ছে। আমরা অবাক এবং একই সাথে নির্বাক দর্শক-শ্রোতা!
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই পুরোনো বর্বরোচিত কায়দায় নির্যাতন গণপিটুনির মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায় এড়াতে পারে না। তারা কেসো চুপচাপ?
News এ দেখলাম, তোফাজ্জলের ভাবী বললেন, একটি নম্বর থেকে ফোনে বলা হয়, ‘আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নম্বরে ২ লাখ টাকা পাঠান। তা না হলে আমরা ওরে মেরে ফেলব’।” [এটা মেধাবীদের নমুনা, ওদের এতই টাকার দরকার!]
ভার্সিটি কালচারাল আমরা সবাই জানি বই ও লেকচারের জ্ঞান মস্তিষ্কে সাময়িক উদ্দীপনা জাগায় কিন্তু পরিবশটা ভয়ংকর, হোক সে ছেলে কিংবা মেয়ে বর্বর তৈরির কারখানা বিশ্বদ্যালয় মানেন আর না মানেন, বিশ্ববিদ্যালয়ে পর চাকরি পরবর্তি জীবন কেউ সাধু কেউ ঘুষখোর এটা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত হওয়ার পরেই।
আজকে TV News দেখার সময় আব্বুকে বললাম, ডাকাত আক্রমণ করলে টাকা নিয়ে ছেড়ে দিবে, সন্ত্রাস ধরলে মারবে আর ঢাবি বা এসব মেধাবীরা আক্রমণ করলে মে*রে দিবে ওদের দয়ামায়া নাই! কারণ ওদের সংসার নাই দায়িত্ব নাই, মানুষকে বুঝতে পারার মনুষ্যত্বের বিকাশ হয় নাই।
তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেই কি দেশটা তাদের হাতে মুড়ির মোয়া যত খুশি যা খুশি করবে?
২৪ শের মেধাবীদের জন্য;
কেউ হারাচ্ছে সন্তান,
কেউ হারাচ্ছে ভাই,
কেউ হারাচ্ছে আত্মীয়,
কেউ হারাচ্ছে স্বামী!
কেউ হারাচ্ছে বাবা!
কেউবা বড় ভাই বন্ধু!
দায় কে নিবে, শামীম আর তোফাজ্জেলের রক্তের দাগে মানচিত্রে তথা বাংলার আকাশ বাতাস লাল। জাতিস্বত্বার বুকে ছুরিকাঘাত! লাল-সবুজের পতাকায় ক্রমশ লাল বৃদ্ধি পাচ্ছে সবুজ রঙের ছোঁয়া বিলিন হতে চলছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


