
হয়তো কোনো নিঃশব্দ সন্ধ্যায়
বসন্তের ঝরা পাতার নিচে
চাপা পড়ে থাকবে কিছু না-বলা কথা,
যেখান থেকে আর আলো ছুঁয়ে যাবে না হৃদয়ের ক্ষত,
শুকনো নরম ঘাসে লেগে থাকবে না আর
মায়ায় জড়ানো ভালোবাসার ঘ্রাণ…
কোনো ব্যাকুল রাত্রির কান্না হয়তো
ঝিঁঝির সুরে হারিয়ে যাবে নির্জন একাকীত্বে,
নক্ষত্রেরা হয়তো ফিরিয়ে নেবে মুখ,
আর চাঁদের অবয়বে ভেসে থাকবে এক অস্ফুট অভিমান।
হয়তো সেই চেনা কাঠামোর গবাক্ষপথে
ভেসে আসা রাতের বাতাস জানবে না
কার অপেক্ষায় ঘুমহীন দুই চোখ,
কার অপেক্ষায় স্থবির, নিস্তব্ধ মৃত্যুহীন প্রাণ।
আমিও আর হয়তো উচ্চারণে রাখবো না কোনো উত্তর-
শুধু জমিয়ে রাখবো নিঃসঙ্গ হৃদয়ে,
সব না-ছুঁতে পারা, না-বলতে পারা
এক সমুদ্র নিঃস্বার্থ ভালোবাসার শোক।
-দি এমপেরর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


