২০০২ এ কোন টাকলুর সামনে যেমন পড়েনি ব্রাজিল তেমনি পেন্টা জয়ও তাদের হয়ে গিয়েছিল।
২০০৬ এ এসে কোয়ার্টার ফাইনালে আবারও ব্রাজিলের হেক্সা মিশন টাকলুতে শেষ। এবারও মঞ্চে জিদান, তবে ফিনিসিং টা দিয়েছিল আরেক টাকলু অঁরি! ফলাফল ২ ম্যাচ আগেই ব্রাজিলের হেক্সা মিশন ফেল!
আজো কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে এক টাকলু আছে, নাম তার আরেন রোবেন। জিদানের সাথে মিল বলতে শুধু দু'জন একই ক্লাবে খেলেছিল কোন একসময়। খোদ ব্রাজিলের ম্যানেজার দুঙ্গার মনেও রোবেনের ক্ষমতা ভয় ধরিয়ে দিচ্ছে!
ব্রাজিল কি পারবে টাকলু তে স্লিপ খাওয়া রুখতে? নাকি টাকলু রোবেনই আজ ব্রাজিলিয়ান শিবিরকে শ্মশান বানিয়ে দিবে?
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




