" আমার যমুনার জল
দেখতে কালো,
স্নান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেল জলে "
নদী, জল নিয়া কত গান, কবিতা আছে। বিশুদ্ধ জলের নাম জীবন। যাক মেলা প্যাচাইলাম এহন সিধা জায়গায় হান্দি, লন আপনারা ও আমার লগে হান্দেন!
বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদেশে বর্তমানে নদীর যে হাল চলছে তা খুবই নাজুক। নদীর পাশে বড় বড় কলকারখানা! তা এই বড় বড় কলকারখানার সাহেবরা করে কি কলকারখানার যত ক্ষতিকর বর্জ্য, মাল ময়লা আছে এই নদীতে ঢেলে দেয়! এতে করে নদীর পানি হয়ে যাচ্ছে বিষ! মানুষ ও জল ব্যবহার করতে পারছে না। মাছ মরে শেষ অথবা নিজেদের অস্তিত্ব বাঁচাতে অন্য নদীতে দেয় দৌড় ঝাপ।
সরকার খালি কয় তেমন উদ্যোগ দেহি না। কয়দিন জরিমানা করে বা হুশিয়ারি দেয়। পরে যেই লাউ সেই কদু! ইটটু কাতুকুতু দেয় আর কি! আচ্ছা, এই যে, বড় সাহেব রা ফ্যাক্টরী, মিল, কারখানা নদীর পাশে করার সময় সরকার কি তহন ঘুমায়? জানে না এর বিষাক্ত মাল কই যাইব? অনুমতি পায় কেমনে? আসল কাহানী এই বড় সাহেবরা এম, পি, মন্ত্রী কে দেয় সেলামি। পার্টি চলে এদের টাকায়। তাই সব জায়েজ হয়ে যায়। এই জায়েজ কামে যে; নদী, নাজায়েজ হচ্ছে সে খেয়াল নাই। পরিবেশ অধিদপ্তর কার বাল ফালায়! নিজেরটা নিশ্চয়ই না!
এহন ও মনে হয় ছোটকালে নানা বাড়ি, দাদা বাড়ি যাওয়ার সময় নদীর টলমল পানিতে মুখ ধুইতাম, পান করতাম। এহন মাইনষে মুইতা নুনুও এই পানি দিয়া ধৌত করে না। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এমন আরও বহু নদী শেষ। খাইয়া ফালা সব হালার পুতেরা! দেশ কারবালা হইলে বুঝবি পানি কি জিনিস!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




