
তোমাকে দেখার পর
ভেতর বাহিরে আগুন লেগে যায়
ফাঁকা বুকটা জ্বলসে যায়
কেউ দেখেনা
কেউ বুঝেনা
তোমাকে দেখার পর স্থির থাকা মুশকিল।
একটা শঙ্খচুড় গলায় পেঁচিয়ে
আমি যেন শিবের মতন তান্ডব নৃত্য করছি
বেখেয়াল হলে ফুঁস!
তোমাকে দেখার পর বদলায় মৌসুম
মাঘ পৌষে গরম!
পাঁজরের হাড় ভাংগার কটমট শব্দ
কেউ শুনেনা
না,
এ কোন সিনেমার নয় ডায়ালগ বা বিজ্ঞাপন !
সত্যি!
তোমাকে দেখার পর হুশ থাকে না
যেন তুমি রাণী বিলকিস
আমি পিপাসিত সলোমন !
তোমাকে দেখার পর ঘুম মারা পড়েছে করাতকলে।
৩ নভেম্বর ২১ ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




