somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

জল শালুকের নিষিদ্ধ কাব্য !

১১ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

তোরাব আলি নাম তার যদিও কেউ কেউ আলি ডাকে আবার কেউ কেউ তোরাব। এ নামের অর্থ কি সে জানে না। জানতে চায় ও না। তোরাব আলি মুর্খ মানুষ হলেও জানে " নামে কি আসে যায় কর্ম হইল আসল! যেইডা মরলেও লগে যাইব। "

মাঘ মাসের শীতে কাঁপতে কাঁপতে তোরাব পুস্করিণীর সামনে দাঁড়িয়ে আছে। তখন ফজর ওয়াক্ত। ফরজ গোসল করতে আসছে। ঘর থেকে বের হওয়ার আগে তোরাবের স্ত্রী জুলেখা খুব ভালো করে জমিনের খাঁটি সরিষার তেল দিয়ে মালিশ করে দিয়েছে। তখন তোরাব জুলেখার চোখে চোখ রেখে বলেছিল " বউরে! তোর নরম হাত ছুঁইলেই মোরে শইলডা আপনা আপনি গরম হইতে থাকে ! "

জুলেখা হাসে ওর গজদন্ত থাকাতে কি যে লাগে কুপির আলোতে যেন এক টুকরা হীরা চমকায় !  তোরাব ইশ! বলে জুলেখাকে আবার কাছে টানে কমলার কোয়ার মতন ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভুলে যায় ভেতরকার কষ্ট।
তোরাব প্রায় সময় বলে " বউরে তুই আমার সুখের পাখি দুখের দাওয়াই! " জুলেখা খালি হাসে আর তেরছা চোখে পঁয়ত্রিশ বছর এর মানুষটারে মাপতে থাকে ভাবতে থাকে।

মনে মনে বলে মানুষ টা কি সরল! অথচ বিছানায় গেলে যেন একটা দীর্ঘদিনের উপোষ বাঘ ! জুলেখা অবশ্য বলে, মরদ তো এমনই হওয়া চাই সময় সময় বাঘ সময় সময় মাঘ মাসের পুস্করিণীর জলের মতন ঠান্ডা!

তোরাব এদিক সেদিক দেখে কাউরে দেখা যায় কি না? না কোন জন মানব নাই।আসার সময় দেখছে রান্ধন ঘরের এক কোণায় লালু নামের কুত্তাটা গুটিশুটি হয়ে শুয়ে আছে। আঁধারে যদিও লালু তোরাবকে চিনে নিল কিন্তু লালুর তেমন আগ্রহ নেই তোরাবের প্রতি।চারপাশে তখন ঘুটঘুটে আঁধার। হালকা উত্তর এর বাতাস তোরাবের বুকটাতে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তোরাব আল্লাহ রাসুলের নাম নিয়ে গায়ে পেঁচানো খয়েরী রঙ এর চাঁদর আর লুংগী,গামছা ঘাটের পেয়ারা গাছটার ডালে রেখে পুস্করিণীর ঠান্ডা জলে নিজেকে সঁপে দেয়।

একেতো মাঘ মাস তারউপর কচুরিপানায় ঠাসা পুস্করিণী! হাপুসহুপুস করে একসাথে দশ বারোটা ডুব দিয়ে দম ছাড়ে।যতবার ডুব দিয়েছে ততবার মনে হয়েছে এই শেষ আর না এমন শীত যে গায়ের ভেতর নড়ে উঠে। রক্ত যেন জমতে শুরু করে দেয়।

যেই তোরাব উঠতে যাবে দেখে জুলেখা দাঁড়িয়ে এক হাতে কুপি অন্য হাতে একটা কিসের যেন প্যাকেট। তোরাব ঘাটের কাছে এসে জিগাইল কি এটা? জুলেখা নীচু গলায় জবাব দেয় হালিম ভাই এর বউ দিছে। বিলেতি সাবান! ঢাহা বড় শহর থাইকা আনছে।

শরীরে মাখলে সুন্দর গন্ধ নাকি কয় সারাদিন। জুলেখা হাসি ধরে রেখে বলে। তোরাব কাঁপতে কাঁপতে কয় " তাইলে এতদিনকার তোর শরীরের সুবাসেই তো আমার শরীরে অন্য একটা সুবাস থাকতো !  "এই সাবান দিয়া উহা নষ্ট করতে মন না চাহে।
জুলেখা একটু ধমক দিয়ে বলে, দূর !খালি উলটাসিধা কথা। ধরেন তো শরীরে মাখেন! তোরাব আর কথা না বলে সাবানখানার রঙিন মোড়ক ছিঁড়তে থাকে তারপর খুব দ্রুত সাবান ঘষতে থাকে শরীরে। জুলেখা এদিক সেদিক দেখছে কেউ এই সকালে ঘাটে দেখলে কলংক হয়ে যাবে। গেরামের মাইনষে কি বলবে এসব যখন ভাবছে তোরাব তখন ডাক দিয়ে কইল আসলে সাবানের ঘ্রানটা সেইরকম অনেকটা বেলীফুলের ঘ্রাণ ! পিঠটা একটু ডলে দেও দেহি।

জুলেখা আবার এদিক সেদিক দেখে হাতের কুপিখানা খুব সাবধানে রাখে যাতে বাতাসে নিভে না যায় ! তোরাবের ঠান্ডায় নীল হওয়া ঠোঁট হাসি ধরে রেখে বলতে থাকে " কুপিরে সামলাইয়া কয়দিন রাখবা?একদিন ফুরুত ! "

জুলেখা তোরাবের দিকে চোখ বড় করে তাকায় রাগের স্বরে বলে খালি মুখে আকথা কিছু আটকায় না ! বিয়ান বেলায় এসব কয় কেউ ?
জুলেখার ফর্সা পদ যুগল আস্তে আস্তে নরম মাটিতে পড়ে। জুলেখা তোরাবের কাছে এসে বসে সাবান চেয়ে হাতে নিয়ে পিঠে ঘষতে থাকে। আর আবদার করে আমারে একদিন বড় শহরে নিয়া যাবা? হুনছি ঐ হানে বড় বড় দালান, গাড়ি ঘোড়া চলে। আর মেয়ে মানুষ নাকি ধলা মুলার লাহান ধলা ! আর ব্যাটা মাইনষে নাকি লুংগী পড়ে না পায়জামা আর অমন কি পইড়া থাকে তারপর গলায় নাকি খাটো একখান রশির মতন কি ঝুলাইয়া আফিস করে !

তোরাব জিগাইল কে কইছে? হালিম ভাই এর বউ উত্তর দেয় জুলেখা। আর কি কইছে তোরাব জিগায়? আরো তো কত কথা কইছে এদের নাকি লাজ শরম কম! হাতা কাটা ব্লাউজ আর পাতলা শাড়ী পড়ে ! জুলেখা বলতে থাকে এক শ্বাসে।

তোরাব হাসতে হাসতে কয় নদীর পাড়ে দেখি গেরামের বহু মাতারি হুদা কাপড় পইড়া উদলা গতরে নাহায়! এদের শরম কই গেল ? জুলেখা ঠোঁট ফুলিয়ে জবাব দেয় অতশত বুঝি না আমারে বড় শহরে নিয়া যাইবা এইডা পাকা কথা। তোরাব আইচ্ছা বইলা মাথা নাড়ে ।

এর মধ্যে তোরাব জিগায় তুমি গোসল করবা না?এখনো আন্ধার আছে। কেউ উঠে নাই। এ কথা বলতে না বলতেই পুকুর পাড়ের হিজল গাছ থেকে একটা রাতজাগা পাখি উড়ে গেল। খোয়াড়ে বন্দী মোরগ ডাক দেয় কুককুরুক্কু কু! কবুতর করে বাক-বাকুম!

তোরাব বলতে লাগল, " দেখছ হালার কারবার, সব হালায় সজাগ! "

( বাকি অংশ পরে....)

১০ নভেম্বর ২১ ( বুধবার )
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রায়শই

লিখেছেন সাইফুলসাইফসাই, ০১ লা জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০০

প্রায়শই
সাইফুল ইসলাম সাঈফ

যে স্বপ্ন প্রায়শই পূর্ণতা লাভ করে
সূর্যদয়ের মতো প্রতিদিন দেখা মেলে
সেই একই স্বপ্ন সূর্যাস্তের মতো ডুবে
আর ঢেকে যাই ঘুটঘুটে আঁধারে!
অথচ হতে পারতাম উজ্জ্বল চাঁদ
জ্যোতি দেখে করল বাধা, বাদ।
তাই খেপা... ...বাকিটুকু পড়ুন

তালেবান ও টিটিপি বিতর্ক: নূর আহমাদ নূরের ঢাকা সফর কি দিল্লির কোনো এজেন্ডা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৭


আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোলের মাঝে আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তা নূর আহমাদ নূরের ঢাকা সফর বাংলাদেশের রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ময়দানে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে যখন পশ্চিমা বিশ্ব... ...বাকিটুকু পড়ুন

ওয়াজী হুজুররা যত ফুলেফেঁপে উঠেছে, তত বিপন্ন ও নিরন্ন হয়েছে লোকশিল্পীরা

লিখেছেন মিশু মিলন, ০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭



ওয়াজী হুজুরদের একচ্ছত্র আয়-রোজগারের পথে বড় বাধা ছিল গ্রামীণ মেলা, যাত্রা, পুতুলনাচ, সার্কাস। কোনো এলাকায় এসব অনুষ্ঠিত হলে সেই এলাকার মানুষ ওয়াজ শুনতে যেত না। বিকেল থেকে মাইকে ডাকাডাকি করলেও... ...বাকিটুকু পড়ুন

ইহকালে আল্লাহর ইবাদত না করলে পরকালে আল্লাহর ইবাদত করতেই হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা জানুয়ারি, ২০২৬ সকাল ৭:২৭



সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

* আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং তাদেরকে... ...বাকিটুকু পড়ুন

রমজান ও সিয়াম সাধনা: আধুনিক স্বাস্থ্য-বিজ্ঞানের আলোকে একটি সমন্বিত গবেষণা-বিশ্লেষণ, পর্ব-১

লিখেছেন নতুন নকিব, ০২ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭

রমজান ও সিয়াম সাধনা: আধুনিক স্বাস্থ্য-বিজ্ঞানের আলোকে একটি সমন্বিত গবেষণা-বিশ্লেষণ, পর্ব-১

ছবি, অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা

রমজান মাসের ফরজ সিয়াম ইসলামের একটি মৌলিক ইবাদত। তবে সাম্প্রতিক দশকে এটি কেবল ধর্মীয় অনুশীলন হিসেবে... ...বাকিটুকু পড়ুন

×