
যখন কবিতারা দাঁতাল রেলের মতন
মন, মগজ, চোয়াল পিষে ছুটছে
যার কোন শব্দ যখন কেউ শুনছে না
কারো হৃদয়ে বাস করছে না
তখন আমি ভাবনায় ডুবে মরি
ভাবি,
কবিতার কি ছন্দ হারিয়ে যাচ্ছে?
যেমন টা তালগোল পাকানো দেশের রাজনীতি !
আগা মাথা কিছু নেই
শুধু হুংকার মিথ্যে বাহাদুরি।
অথবা
হাজার বছরের কোন ফারাও এর মমি !
যার চর্চা হয়
প্রাণ বলতে কিছু নেই
যখন কবিতা কর্পুর এর মতন হাওয়ায় মিশে যাচ্ছে
অথবা কোলাহল ঠেলে
একলা সোজা উঠে যাচ্ছে কোন পাহাড়ে
তখন আমি বিচলিত
নিজেকে প্রশ্ন করি
এ শতকে কবিতা কতটুকু দরকারী ?
যেখানে কবিতার চেয়ে ভীষণ প্রয়োজন
ভাত তরকারি !
তখন চোখ বুজে প্রথম যৌবনে ছুটি
ভেসে চলে যাই ভুলেভালে নানান খেয়ালে
জীবন মানেই তো ভুলে ভরা
কদমে কদমে পায়তারা ফন্দি।
আরো পিছনে চলতে থাকি
ভীষণ কুয়াসায় ঘেরা সেই স্মৃতি
তবুও এর খুশবু রাত দিন গতরে মাখি
সবুজ শ্যামল গ্রাম
একটা কিশোর তপ্ত দুপুরে ঝাঁপ দেয় জলে
কাঁপছে বাঁশের সাঁকো
ভিজে গেছে হ্যাংলা পাতলা শরীর
যখন কবিতা হয়ে উঠে শিরোনামহীন !
৫ ফেব্রুয়ারী ২২। শনিবার ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



