
তোমাকে আমার মানুষ লাগেনি কখনো
মনে হয়েছে দুই পায়ের একটা প্রাণী
যদিও নড়চড়া করতে পারো
খেয়েদেয়ে ব্যালকনিতে এসে
পড়শীর চালে কুলি করতে পারো
তৃপ্তির ঢেকুর তুলতে পারো
দাঁড়িয়ে বকবক করতে পারো
নাক দিয়ে অক্সিজেন টেনে
ধোঁয়া ওড়াতে ওড়াতে দেশের হাল পরিবর্তন করতে পারো
রাত বাড়লে স্ত্রী কিংবা
সুন্দরী বান্ধবীর স্তন চুষে চুষে
বাচ্চার মতন ঝুলে থাকো
যোনীতে শক্ত লিংগ
খুব অনায়াসে চালান করতে করতে
হাঁপিয়ে ঘুমিয়ে পড়ো
আরও কত কি !
কিন্তু তবু তোমাকে আমার
মানুষ মনে হয়নি কোনদিন।
মানুষ হয় অন্য
যার ছায়ায়
কায়াতে
সব কিছুতে সুখ
যার কথায় ভুলে যায় সবাই
এক জনমের দুখ
আরও সহজ করে বললে
মানুষের একটাই রুপ
তোমার মতন নেই মুখোশ !
তোকে বলছিরে বোকাচোদা !
হ্যাঁ হ্যাঁ তোকে
জীবন তো ফুরিয়ে এলো
এইবার পাঠশালা খুলে গেলে
ফের ভর্তি হয়ে নিবি
নেতা তো হয়েই আছিস
মানুষ কবে হবি ?
১২ ফেব্রুয়ারী ২২।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



