
আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে । তাই শুরুতে কিছু বলতে যাচ্ছি। আজকাল যে প্রেম দৃশ্যমান হচ্ছে এতে আত্মার খোরাক তেমন বলতে নেই একটা পোষাকি ভাবে ঢুকে গেছে মানে সোজা কথা বাহ্যিক সৌন্দর্যের দিকে ধাবিত হয়ে গেছে। এর পিছনের কারণ গুলি খুঁজে বের করা দরকার। যাক ওসব কথা আজ ভ্যালেন্টাইন্স ডে তাই দু কলম চালিয়েছি। একটা কিছু দাঁড় করাতে চেষ্টা করেছি মাত্র। হোক সে ভালো কিংবা মন্দ। কবিতার নাম " তোমার জন্য " প্রতিটা নর-নারী শুধু একটা তোমার জন্য গোটা জীবন অনায়াসে কাটিয়ে দেয় কারো নসিবে মিলে কারো ভেতরে হাহাকার মেঘ জমে।
তোমার জন্য অফিস কামাই
তোমার জন্য মাথা ঘামাই
তোমার জন্য নিদ্রাহীন লালচে চোখ
তোমার জন্য গোটা জীবনটাই।
তোমার জন্য সারাক্ষণ ধুক ধুক
আধভেজা কাক হয়ে ঘরে ফেরা
তোমার জন্য বাঁচা মরা
হাঁচি-কাশি খুক খুক
আছি কিছুটা বাঁকা ত্যাড়া।
তোমার জন্য রঙ মাখি সারা অংগে
তোমার জন্য রয়ে গেছি
গরীব কাঙাল বংগে।
তোমার জন্য
চায়ে চুমুক দিতে দিতে ব্যালকনিতে আসা
রোদ মেখে মেখে
আসমান ছুঁতে চাওয়া।
খুব বাজে বকছি তাই তো!
ভাবছ,
এসব সবাই বলে
কি আছে এতে ভিন্ন ?
নতুন কিছুই নেই তো ?
তোমার জন্য সাঁতরে চলেছি
নোনা জল সাত সমুদ্র
যদিও জোটেনি ঝিনুক মুক্ত
মিলেছে শ্যাওলার রাজত্ব !
তোমার জন্য
হ্যাঁ,
শুধু তোমার জন্য
যতনে পুষে রেখেছি তরতাজা পুরুষত্ব !
তোমার জন্য
আজও চলছে শ্বাস,
ভেতরে দৌড়ায় নাতিশীতোষ্ণ রক্ত
খিদে প্রচন্ড
আছি কিন্তু বেশ অভুক্ত !
১৪ ফেব্রুয়ারী ২২ ( সোমবার )
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



