
একদিনের প্রেম
কে চায় ?
একদিনের প্রেমিক !
হতে চায় কোন শালা ?
না, না
কথাটাতে কেমন জানি ঘাপলা !
ফাঁকি দিতে আসিনি
প্রেম যেমন ভোলা ভালা
প্রেমে তেমন বহু জ্বালা
সারাটা জীবন হোক ভোলা ভালা
ভেতরে লেগে থাক এ জ্বালা
হোক তাই
তাই তো শ্রেয় !
একদিনের জন্য গা ঘেঁষে দাঁড়িয়ে
পাশাপাশি বসতে নয়
অথবা
হাত ধরে বহুদুরে যাওয়া
পারলে গোটা জীবনের জন্য সহ্য করে নিও।
একদিনের জন্য চাইছি না তুলে রাখতে
চুমু আদর আলিংগন
আমৃত্যু চলুক প্রেম, ছোবল !
১৫ ফেব্রুয়ারী ২২। ( মংগলবার )
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



