
যখন তোমার ভাবনায় রাতদিন ডুবি
মন গহীনে এক করে ফেলি
আসমান জমি
যা টের পাই আমি
টের পাও না তুমি।
আসলে অত হিসেব নিকেশ করে ভালো তো বাসিনি
সত্যি!
ছিল না ভেজাল
এমনকি উনিশ বিশ!
সমানে সমান
এমন নয় তেল পানি ।
আমাদের শারীরিক সম্পর্ক
আমাদের চুমু
আমাদের বিশ্বাস
আমাদের নিঃশ্বাস
সব ছিল এমন
যেন একই কায়ায় বাস করছি দুজন।
সব বৃক্ষে একই ফুটে না ফুল
অথবা আসে না ফল
সব মাটি নয় উর্বর
সব মাটিতে হয়েছে কি মানুষ ?
জানে তো ইশ্বর !
উফফ!
কি ছিল সময় !
যদিও
কুয়াসা আজকাল ঘিরে রাখে
পাতা ঝরছে
ন্যাড়া হচ্ছে সবুজ প্রান্তর।
এরপরেও
এরপরেও হৃদয়ের একরোখা দাবী
আলো হয়ে এসো
অপেক্ষায় আছি
ভালোবাসি নিরন্তর
এখনো
ঘরের মেঝেতে খেলা করছে সোনালী রোদ্দুর
বিরহ জানে সকল উত্তর ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




