
আমি আর তোমাকে ভালোবাসি না
ইচ্ছেটা মরে গেছে
দায়ী কি তুমি না ?
প্রেমের গল্প আজ হাসায়
বিরহ যেখানে কাঁদায়
আমার নিকটতমদের কাছে
আমি যেমন অচেনা
তুমি ও তেমন
এ গ্রহের অন্য সব প্রাণীর মতন
খাচ্ছ, ঘুমুচ্ছ
রোদ জলে ভিজে পুড়ে
টিকে আছো
অনেকটা আড়শোলার মতন
রিমোট, মোবাইল টিপে এতো শান্তি
এ একদম জানা ছিল না !
আমি আর এখন তোমাকে ভাবি না
এমনকি চিন্তাতে ও রাখিনা
হাঁটার সময়
কর্মস্থলে
বাসে, ট্রাকে, লঞ্চে, রেলে, বিমানে
ভটভটি, লেগুনা, রিক্সায়
কত শত মুখ
কাউরে তো চিনি না।
প্রেম থেকে চুমু
উজাড় করেই তো দিয়েছি
বেখেয়ালি তো কোনদিন ছিলাম না।
যতই জীবনকে ছুঁতে চেয়েছি
ততই অবাক হয়েছি
এখানে সত্যি
কেউ কারো না।
আমি আর কাউকে চুমু খেতে চাই না
বদনামের ভয়ে নয়
আটকে পড়ার ভয়
কোন কিছুতে লটকে
বা ঝুলে থাকার মতন
ইচ্ছে আজকাল জাগে না।
যদিও
অনেকে টানে
বলতে থাকে
এসো করি নৃত্য
এসেছে ফের বসন্ত
মুছে ফেলো
দুঃখ বিরহ সমস্ত
ঐ দ্যাখো
ঐ দ্যাখো
ডাকছে মদ
অপেক্ষায় আজও চাঁদ জোছনা !
আসলে বন্ধু,
যাচ্ছে জীবন
যাবেই
এই নিয়ম
এই নিয়ম
ধরে কে রাখতে পেরেছে ?
বেলা শেষে
পুণরায় সেই চেনা ক্রন্দন
এ যে একদম মিথ্যে না
মিথ্যে না।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



