
ভেতরে ঘুরে ঘুরে নেচে বেড়াও তুমি
আমি সে নাচের মুদ্রা প্রসংগে বলতে গিয়ে
নিজেকে ভীষণ ভাগ্যবান বলি।
মোরগের ঝুটির মতো লাল ঠোঁট দুটি
কাঁপে থরথর যখনি
অন্তরে গান তুলে আরেক অন্তর
ভীষণ লাগে ঝাঁকুনি।
এতো সুখ
এতো রোদ তোমার বুকে বন্দী
আমি জ্বলসে যাই
দিক হারায়ে নতুন দিকে ছুটি।
যখন খোঁপা করে তাকাও
শুন্যতার উঠোনে নাচে ধ্রুপদী
ব্যাথা যেন বোটা খসা ফল
মাটিতে গড়িয়ে গেল এক্ষুনি।
কোমড়ের ভাঁজে কালো যে তিল
ওতেই খুলে বন্ধ দুয়ারের খিল
সুঠাম দেহ কুইঁ কুঁই কাঁদে
তুমি ছাড়া কে অত দামী ?
ভেতরে ভেতরে এতো ঝড় তোলপাড়
লুকোছাপা নেই কোন
শরৎ শশীর মতো ফকফকা পরিষ্কার
ভালোবাসি তোমায়
যতদূর আলো ছুটে যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




