কি ভয়ানক পাপ করেছি
সবাই যেখানে শরীর নিয়ে ব্যস্ত
আর আমি ;
চেয়েছি কি না
হৃদয়!
প্রেম!
এ তো সহজ রাস্তা নয়।
তুমি
হ্যাঁ,
তুমি আমার সাত রাজার ধন
ইন্দ্রীয় থেকে স্বর্গীয় সুখ
ভেতরে মারো ধাক্কা
তুমি আমার এক আসমান তারা
চন্দ্র গোল তোমার মুখ।
তুমি যখন ভিজে গামছাটা দড়িতে ঝুলিয়ে
খোলা চুল নাড়তে নাড়তে আসমানে তাকাও
বারান্দার বাইরের রোদ টুকু ছুঁতে চাও
ইশ!
কি যে সুন্দর সে দৃশ্য
তুমি এমন থেকো বারোমাস
তুমি এমন করেই করে গেলে
আমার সর্বনাশ।
কি যে সুখ জ্বালা
উফফ!
যেন এক পশলা বৃষ্টি শেষে মাটির সোঁদা গন্ধ
নাকের ভেতর দিয়ে মগজ ছুঁয়ে একদম বুক গহিনে ঘুরেফিরে রক্ত কোষে মিশে।
তুমি,
হ্যাঁ, তুমি আমার অসম্ভবের ভীড়ে
বিশাল সম্ভাবনার প্রতিক
একটা কার্যকরী টনিক
এক শ্বাসে কতটুকু নেয়া যায়?
যেখানে গোটা জীবন তোমার অপেক্ষায়
তোমার নামে সঁপে দেয়া যায়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩