
তোমাকে নিয়ে লিখতে যেয়ে
এই প্রথম অন্যরকম ধাক্কা লাগলো বুকে
তোমাকে কে যেন মেরে ফেলেছে
মরছি এখন শোকে।
যা হয় তা মঙ্গলের জন্য
যা অপেক্ষা করে তাও মঙ্গলের জন্য
দুয়ার খুলে বসেছিলাম
যদি তোমার আওয়াজ আসে।
তোমাকে ভাবতে যেয়ে এই প্রথম
ভ্যাবাচেকা খেলাম
কি যেন এক সংশয়
তোমাকে কেউ উজাড় করেছে
তাই তো হচ্ছে ভয়।
জানতে কি তুমি এ সর্বনাশের খবর ?
তুমি বিশ্বাসে ফেলেছ পা
চেনা মানুষ বাড়িয়ে দেয় ঘা
তোমায় ভেংগে করেছে সে চুরমার
শান্ত হও
শান্ত হও
মনে করিয়ে দিলাম
বাক্যটি মুলত তোমার।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



