ন হন্যতে বইটি মৈত্রীয় দেবীর যা উনি লিখেছিলেন ফরাসি লেখক মির্চা এলিয়াদের লা নুই বেংগলীর জবাব স্বরুপ।মৈত্রীয় দেবীর দাবি তিনি মির্চার প্রেমে পড়েন নি তিনি প্রেমে পড়েছিলেন রবীন্দ্রনাথের। বানসালী সাহেব যা নিয়ে বানালেন " হাম দিল দে চুকে সানম " মির্চা তো ফ্রান্সে ফেরত গিয়ে এ বই লিখে দাবি করেছেন উনার সাথে মৈত্রীয় দেবীর প্রেম ছিল।
সে যাই হোক প্রেম অথবা অপ্রেম। দুটি বই পড়েছি ভালো লেগেছে। আসলে মানব জীবনে কত ধরনের সম্পর্ক যে তৈরী হয় আবার কত যে এর ভাংগা গড়া তা আর বলতে। মির্চা আর মৈত্রীয় দেবী এক সাথে দীর্ঘ সময় পাড় করেছেন। মানে কথা বলেছেন।খুনসুটি হয়েছে টুকটাক আর ওতেই মির্চা এলিয়াদ প্রেমে পড়ে গেছেন এই বাঙালি রমনীর।
আমরা যখন এই শতকে অন লাইনে জীবনের এতো সময় ব্যয় করছি। প্রতিদিন এর সাথে ওর সাথে কথা বলছি আড্ডা দিচ্ছি এর মাঝে কত ধরনের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুত্ব হয় শত্রুতা হয় কত কিছু। এমনকি খুনাখুনি ! এইতো সেদিন খবরে দেখলাম ফেসবুকে এক ছেলের সাথে এক মেয়ের প্রেম হয়। সে সুবাধে ছেলেটি প্রবাস থেকে দেশে আসে বিয়ে করে এবং শেষমেশ খুন হয়। পুলিশ মেয়েটাকে খুঁজছে। কক্সবাজারের ঘটনা যতদূর মনে হয়। কি এক অবস্থা ! আবার এ খবর ও পাই ব্রাজিলের সুন্দরী বাঙালি ছেলের বউ। আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে ।
এ অন লাইনের সম্পর্ক কতটা মজবুত? অফ লাইনে গেলে শেষ। অন লাইনে থাকাকালীন সময় ফুসুরফাসুর। তাই তো দেখছি। অবশ্য আমি কাউকে বন্ধু একবার বললে তাকে বন্ধু হিসেবে রাখি যতক্ষণ না সে নিজে থেকে চলে যায়। যদি সে খতম করে দেয় তো আর তাকে ডিস্টার্ব করি না। তার লাইফ তার। আমার লাইফ আমার।
সেদিন আমি আমার এক কলিগ কে বললাম, আরে মিয়া কানাডার প্রধানমন্ত্রী বউ ধরে রাখতে পারে নাই। বিল গেটস আরও কত নামীদামী সেলিব্রেটি। এদেরকি মালের অভাব ছিল? আর তুমি মিয়া আইছ ফেসবুকের কোন এক মাইয়ার খবর লইয়া। যাও কাম কর গিয়া। দেখলে না এইতো কয়েক ঘন্টা আগের খবর অনুপম রয়ের স্ত্রী এখন বন্ধু পরম ব্রতের স্ত্রী। তো কাকে বিশ্বাস করবে?
সুনীলের কথাই ঠিক কেউ কথা রাখেনি। এইটা যত জলদি জীবনে উপলব্ধি করতে পারবে তত এগুতে পারবে। কলিগের যে এই বক্তব্য মনে ধরেনি তা বেশ বুঝেছি। সে যাই হোক কয়েকটা কবিতার লাইন মাথায় গোত্তা খাচ্ছে উহা খালাস করে দেই।
" ঠোঁট দুটি ইদানীং বেশ বিদ্রোহ করে
কিছুতেই আসতে চায়না বশে
ভেতরে জেগে উঠে
অচেনা ঘুমন্ত আগ্নেয়গিরি
জ্বালিয়ে দিতে পারে তোমায়
থেকো সাবধানে ! "
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৬