
বছরটা শেষ করার জন্য হাতে তেমন কিছুই নেই । মানে কবিতা নেই। কদিন এর এই ঠান্ডা জ্বর বেশ কাবু করে ফেলেছে । অবশ্য এখন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ ।
বর্তমানে চারপাশে চলছে ভোট যুদ্ধ । ভেতরে চাপা উত্তেজনা ৭ তারিখে কি জানি হয়? যদিও আমাদের দক্ষ সেনাবাহিনী রাস্তায় আছে। সব ঠিকঠাক চলবে ইন শা আল্লাহ।
আওয়ামীলীগ আবারও আসছে ক্ষমতায়। আসুক সমস্যা কি? বি এন পি আসলে কি সোনা দিয়ে দেশ বাঁধিয়ে দিবে? নিত্যকার দ্রব্যমূল্যের দাম কি একদম কমিয়ে ফেলবে? কি এমন ম্যাজিক আছে তারেকের হাতে? কিছুই নাই। হুদাই বাল পাকনা কথা !
বরং আরো আপদ বিপদ বাড়বে? এসেই তো প্রথম কাজ করবে আওয়ামীলীগ নিধন আর যেসকল আর্মি অফিসার তারেক কে ছালার বস্তায় ভরে পিটিয়েছে ওদের খুঁজে খুঁজে মেরে ফেলবে। এতে দেশে অশান্তি বিরাজ করবে। যা আমি চাই না। আমি শান্তির পক্ষের লোক।
যাক ওসব রাজনীতির আলাপ। বছর টা হাসি তামাশা দিয়ে বিদায় করতে চাইছি তাই একখান জোকস বলছি,
দুই পাঠান ভাই এর গল্প
দুই পাঠান ভাই একবার কাজ পেল আখ ক্ষেতের ইঁদুর মারার। আখ ক্ষেতের মালিক তাদেরকে বলে দিল যত ইঁদুর মরা তত টাকা ! এই বলে তাদের হাতে বন্দুক দিয়ে চলে গেল। তারা ইঁদুর মারতে নেমে গেল। কিছুক্ষণ পর পর দ্রিম ! দ্রিম ! ইঁদুর খুঁজছে আর গুলি ছুড়ছে। দুই তিনটি মেরে ক্লান্ত হয়ে ক্ষেতের আইলে দুই পাঠান শুয়ে বিশ্রাম নিচ্ছে ।
এমন সময় এক পাঠান দেখে কি তার বুকের উপর ইঁদুর ঘুরঘুর করছে। এই দেখে সে অপর পাঠান কে ইশারা করে। সে পাঠান বলতে থাকে " হিসসসস ! যা রা ঠেহের যা ম্যা দেখ রাহা হু। " এই বলে বন্দুকে গুলি লোড করে দ্রিম দ্রিম করে চালিয়ে দেয় বন্দুক। গুলি গিয়ে ইঁদুর এর বুকে এবং সে পাঠানের বুক এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে পড়ে।
তখন সে পাঠান বলে, " ইয়ে কিয়া কর দিয়া আপনি ভাই কা জান লে লিয়া ! " অপর পাঠান জবাব দেয় " হিসস! ফিকর মাত কর এক আপনা গায়া অর এক দুশমন গায়া "
হা হা হা
ভালো থাকবেন সকলে। শুভ নববর্ষ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



