মা প্রায়ই বালিশখানি মেলে দেয় রোদে
যেথায় জমা হয় নোনা দাগ রোজ রাতে
ভেতরে বেড়ে উঠতো না লিকলিকে বিষাদের গাছ
যদি প্রেম জুটে যেতো সিকিভাগ
আমি দেখছিলাম , মানুষের হাঁটাচলা
শুনছিলাম অনেক কথা যা হয়নি বলা
চাঁদ মেঘ যখন করে মৈথুন
মগজে চলে যোগ - বিয়োগ ,ভাগ - পূরণ
যেহেতু তুমি প্রেম চাওনা
সেহেতু বেকার এ কান্না
এতোটা পথ দিয়ে পাড়ি
জেনেছি প্রেম এক মহামারী
ফিরে তুমি তাকাওনি
কান পাতি ঐ বুঝি শুনতে পেলাম তোমার পদধ্বনি
এখানে সবইতো নশ্বর
তবুও হাত বাড়াই
ছুঁয়ে ফেলি তোমার ঘাগড়া এবং
নিটোল অধর।