
শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
একটা পিঁপড়ে ওর শরীর জুড়ে হাঁটছে
পিঁপড়েটি পুরুষ?
না নারী ?
কিছু জ্ঞানী গুণী মানুষ সে নিয়ে তর্ক করছে।
শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
শিশুটির কচি বুকে এক ফালি রোদ
ধুলোপড়া বিকেল গড়িয়ে যাচ্ছে
ঠান্ডা মেঝে
প্রতিটি লোম দাঁড়িয়ে
দারিদ্রতাকে কুর্নিশ করে স্বাগত জানাচ্ছে
ভাতের মাড়ে রাত দিন কাটছে
বেঁচে যেতো
ধরে নিতো যদি যমে।
শিশুটির পিতা হতদরিদ্র
প্যাডেল মেরে মেরে
হিসেব কষছে
ছোট সাইজের একটি ডিমের দাম টাকা পনেরো
চারটার কতো?
সবজি সে আজ বিলাসী পন্য
দোকানের বাকী বাড়ে
এখানে জীবন মানে একদম নড়বড়ে
চলছে ধুকেধুকে
তাতেই সে ধন্য !
হাসে এই মনে করে।
শিশুটির মা নেই কাছে
কাজ করে অন্যের ঘরে
মধ্যরাতে ফিরে
ইদানীং
এক স্যার খুব আসে কাছে
লোভ দেখায়
নানান উসিলায় হাত রাখে
লাজ শরমে।
শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
শেষ কবে যে হাসছে
এ শহরবাসী
ভুলে গেছে
ভুলে গেছে
আজকাল ভুলে যেতে পারলেই সকলে বাঁচে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


