ঃ "আমি কি খুব বেশি মোটা!!" - হৃদিতার অভিমানী কন্ঠ।
ঃ "মোটা বললাম কই? বললাম U WILL LOOK AWASOME SWEET HEART,IF U LOOSE SOME WEIGHT, পারবা না আমার জন্য এইটুকু করতে?
"মুখে কিছু বলে না হৃদ,শুধু একটা স্নিন্ধ হাসি দিলো (আর মনে মনে বললো...পারবো,পারবো,পারবো (বাঁচাওওও) )
ঃ "আচ্ছা হৃদ....চলো ১৪ ফেব্রুয়ারী করি বিয়ে!!!!! (ক্লোজআপহাসি)"
ঃ "হুমমমম..........খুব SWEET IDEA
" হেসে বলে হৃদ।অনেক আনন্দ আর স্বপ্নে ওদের চোখ আজ ছলছলে.....
অনেকদিন পর আবার বুক ভরে নিঃশ্বাস নিলো হৃদিতা।
রঙিন কিছু সুন্দর স্বপ্ন,কিছু অনুভূতি,কিছু চাওয়া,না পাওয়ার সংমিশ্রন আজ বড্ড বেশি উতলা করে তুললো ওকে।
স্পর্শের বুকে মাথা রেখে,হাতটা শক্ত করে চেপে ধরলো।ওর চোখের আনন্দের বন্যাধারা আর উষ্ণ নিঃশ্বাস.... মাতাল করে দিলো স্পর্শের মত রোবটকেও।
"চিরদিনই তুমি যে আমার,
যুগে যুগে আমি তোমার
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী.....সঙ্গী......
আমরা .....অমর সঙ্গী।
এত কাছে রয়েছ তুমি,
আরো কাছে তোমাকে যে চাই...
তুমি ছাড়া এমন আপন,
আমার যে আর কেউ নাই।
আমি কি গো ,তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
এজীবন ফুরিয়ে যেদিন,
পাবো এক নতুন জীবন...
সেদিনও হবে একাকার,
দুজনার এই দুটি মন
হৃদয়ের সব কবিতায়
ঝরে পড়ে ছন্দ তার ই।
"""""""""সবই একটু দোয়া কইরেন ওদের জন্য"""""""""

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



