আমি জানি বা মানি,যে কোন teen-age মেয়ে ওরে দেখে বলবে"wooooow"(ক্লোজআপহাসি)
আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছিলাম"যার বাহির যত সুন্দর,তার মন তত অসুন্দর"(বাঁচাওওও)
কিন্তু এই মানুষটার সাথে মিশে আমি জেনেছি,"যার বাহির যত সুন্দর,তার মন তার চাইতেও অনেক অনেক সুন্দর"
গত ১৮ দিন থেকে আমার সুখ,দুঃখ,রাগ,অভিমান সবকিছু ভাগাভাগি করে নিছে......
কখন যে এই পরমানুষটা এত আপন হয়ে গেছে,,বুঝতেই পারিনি।
আজ ও চলে যাচ্ছে রাতে,,যেখান থেকে এসেছিলো,সেখানে।
ভাবতেই কেমন জানি অস্হির লাগছে।
মনে হচ্ছে.....আমার মাঝ থেকেই আমার কিছুটা অস্তিত্ব দূরে সরে যাচ্ছে।
i will miss u my little sweet bro, u came like an angel and flow me up with a unknown feelings, which was really something.....it was a different rhythm of life.. GOD bless u

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



