গত ১ তারিখ ছিলো,ওর চাকুরির স্হায়ীকরণের দিন।application করেছে,কিন্তু এখনো সংস্হা নিশ্চুপ।
সংস্হা আদো ওর জন্য মঙ্গলজনক কিছু করবে কিনা,তা ভাবনার বিষয়।কারন ব্ন্ধুর সাথে সাথে শত্রুও যে কম নেই তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ও।
তাছাড়া স্পর্শ(BF) নিজের সমস্যাগুলো নিয়েও এত জর্জরিত হয়ে আছে যে ওকেও ডিস্টার্ব করতেও খারাপ লাগছে।
আর ইদানীং কি যে হয়েছে ওর,সবকিছুতেই খুব বেশি অনিশ্চয়তার মধ্যে ভোগে ও।কেমন জানি সারাক্ষন একটা ভয় ওকে আকড়ে থাকে।সবকিছুতেই NEGATIVE চিন্তাটা আগে আসে মাথায়
আসলে জীবনের খুব অল্প সময়ের মধ্যে এত বেশি ধাক্কা খেয়েছে ও যে এখন সবকিছুই নিজের অবস্হানটা নড়বড়ে মনে হয়।
গতকাল থেকে খুব DEPRESSED ও।কাল বিকাল থেকে টানা ঘুমের ওষুধের উপর আসে।বলে"দোস্ত,আর কিছু ভাল্লাগতেছে না।এত মানুষ মরে,আমি কেন মরি না?"
মনে হয় আবার ডাঃ মোহিত কামালের(সাইক্রিয়েটিষ্ট) কাছে নিতে হবে বেচারীকে।
কারন গতরাতে আবার নাকি সেই "হেলুসিয়েসন" হয়েছে ওর,যার কারনে কোন একদিন ও নিজেকে পাগল ভাবতে শুরু করেছিলো......
মায়া লাগে বেচারীর জন্য.............. অনিশ্চিত পথ চলা.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



