অবাক হলাম
।প্রথমত,আমাকে কে ফুল দিলো?
দ্বিতীয়ত,ফুলটা পুরোপুরি অপরিচিত?
কোন এক অচেনা মানুষ এই অচেনা ফুলটি তার অচেনা (!!!) কারনে আমাকে দিয়েছে।(ক্লোজআপহাসি)
যদিও চাইলেই ১ মিনিটের মধ্যে সি.সি.ক্যামেরার বদোলতে বের করে ফেলতে পারতাম সেই অচেনা মানুষটাকে
কিন্তু কেন জানি না ,এই রহস্যটা উপভোগ করছি আমি।
যাই হোক,ফুলটার নাম জানতে ইচ্ছে করছে।
কেউ কেউ বললো ...ফুলটি নাইট কুইন,কেউ বলে....ক্যাকটাস ফুল!!!!
কোন সহৃদয়বান বন্ধু কি চেনেন ফুলটি??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



