কিছুক্ষণ আগে, হ্যাঁ এইতো কিছুক্ষণ আগে, বিশ্বাস করুন খুব বেশি সময় পার হয় নি এখনও মানে আমার এই ব্লগটি তৈরী করতে যত সময় লেগেছে, তৈরী বললাম না মানে লিখলাম ঐ একই কথা, ওয়ার্ডে লিখে কনভার্টারের সাহায্য সহযোিগতা নিয়ে আমাকে আপনাদের সম্মূখে আমার একান্ত নিভৃতের কথা গুলো তুলে ধরতে হয় অন্য কোন উপায় জানা নেই বলে। আমার বিশ্বাস কেউ না কেউ আরো সহজ করে দিবে আমার দীর্ঘ কষ্টকর পথে পরিবভ্রমনের সমাচার শুনে সহমর্মী হ'য়ে।
যাক সে কথা, এবার যে কথা বলতে এদিক ওদিক উঁকি মারছি সে কথাটি আমার নোটিশ বোর্ড থেকে পাওয়া -
২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৮ আপনাকে ফ্রন্টপেইজ একসেস দেওয়া হয়েছে
আমার মনে আছে, ব্লগার নাজনীন খলিল আপা'কে, মন্তব্যে লিখেছিলেন -
ভাল লাগল।
শুভকামনা রইল। হ্যাপী ব্লগিং।
নাজনীন খলিল আপা, আরো চারদিন ওয়াচে আছি, শুভেছা আপনাকে।
শুভেচ্ছা সকলকে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




