হয়তো বৃষ্টি থামবে,
গাছের ধোয়া পাতাগুলো আরো সবুজে সাজবে,
তবু বিষন্নতা ছাড়বে না আকাশ।
রিক্সার হুড ফেলে ছুটে চলা মানুষের মুখে
হয়তো থেমে আসা ফিনফিনে বৃষ্টির আদর ভালো লাগবে।
হয়তো দিনের আকাশে মেঘ করা আঁধার
আর মাঝে মাঝে উঁকি দেয়া রোদের নম্রতা ভালো লাগবে।
এমন নিরুত্তাপ সকালে ভালো লাগবে না শুধু
পত্রিকা খুলে ব্যাংক খাতে অর্থ কেলেঙ্কারির খবর পড়তে।
হয়তো বৃষ্টি থামবে,
গাছের ধোয়া পাতাগুলো আরো সবুজে সাজবে,
তবু বিষন্নতা ছাড়বে না আকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




