ভাষাদিবস সামনে।
আমরা কি পেরেছি আমাদের মাতৃভাষার যথাযথ সম্মান আজও দিতে।
আমাদের বচ্চারা স্কুলে কি শিখছে?
শেখার আরেকটা মুখ্য মাধ্যম টেলিভিশন। এখান থেকে হিন্দি ভাষার গান খুব সুন্দর করে গাইতে পারলেও পারছে কি তার মাতৃভাষার এতো দরদ ভরা গান?
বাংলার সেই "মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা"। এই গর্ব করার ভাষাকে নিয়ে যখন বিশ্ব গর্বে ফুলে ওঠে তখন আমার দেশের শিশু থেকে যুবক প্রত্যেকেই মেতে ওঠে "শিলা কি জওয়ানী", "মুন্নী বদনাম হুয়ি" এর কালো বেড়াজালে।
শিশুদের শেখানোর ক্ষেত্রে মায়ের ভুমিকাই বেশী। রাতে যখন মায়ের বসার কথা তার বাচ্চাকে নিয়ে বইয়ের সাথে ঠিক তখনই স্টার প্লাস কিংবা সনি টিভিতে শুরু হয়ে যাচ্ছে কোন এক হিন্দি সিরিয়াল। মা, বড় বোনের সাথে তাদের আদরের ছোট্ট বাবুটিও শিখছেএমন কি করে সংসারে আগুন লাগানো যায়।
আর সংস্কৃতির নামে দেশীয় সংস্কৃতির কথা বলাই বাহুল্য। ডিজে আর হিপ-হপের চাপে এখন মনে পড়ে সেই বিখ্যাত গান "আউল বাউল লালনের দেশে, মাইকেল জ্যাকসন আইলো রে, আরে সবার মাথা খাইলোরে"। সত্যিই একবার ভাবুন তো এই গান তখনের বাস্তবতাকে তুলে ধরেছে। তাহলে এখনের কি হাল?
অনেকেই বলতে পারেন, এসব না হলে কি আর আধুনিকতা হলো? কিন্তু আমার কথা হলো আমরা কিংবা আমাদের বাবা মায়েরা কি আধুনিক ছিলেন না? যদি তাই হয় তবে এখনকার আধুনিকতা কি আধুনিকতা নাকি আধুনিকতার নামে আদিমতা?
অনুরোধ সেইসব মা-বাবা দের কাছে, দয়া করে আপনার সন্তানকে এমন আদিমতার প্রভাবে আদিম না বানিয়ো দেশীয় আচার, সংস্কৃতিকে তার মনে লালন করতে শেখান, মাতৃভাষা-মাতৃভূমিকে নিজস্ব করে ভাবার অনুভুতি তৈরী করুন।।।।।
২১ নিয়ে আমার ছবি ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




