
কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন সরকার প্রণয়ন করবে না বলে ওলেমা-মাশায়েখদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "আওয়ামী লীগ সরকার কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করেনি। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের সরকার কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করবে না।"
নারী উন্নয়ন নীতির খসড়া স¤প্রতি মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় কয়েকটি ইসলামী দল এর বিরোধিতা করে বলছে, সরকার কুরআন পরিপন্থী আইন করতে যাচ্ছে।
এই প্রেক্ষাপটেই মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা এ কথা বলেন।
দেশে যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "সম্প্রতি একটি গোষ্ঠি সরকারের নারী নীতিমালা ভালোভাবে না জেনেই জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতি আমার আহ্বান, আপনারা এটি ভালোভাবে পড়–ন।"
যে পরিবারে ছেলে সন্তান নেই, সে পরিবারে স্ত্রী ও কন্যার অধিকার কীভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্য ওলামা-মাশায়েখদের কাছে পরামর্শ চান তিনি।
'৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন হাসিনা। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার মানে হলো- সব ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সুরক্ষা।
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে হাসিনা বলেন, "ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা হয় না। তাই সরকার ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছে।"
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




