
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বুধবার প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "প্রসিকিউশন টিমের মাধ্যমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ আবেদন জানানো হয়েছে।"
এ ছাড়া বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল আলীমের বিরুদ্ধে উত্তরবঙ্গের জয়পুরহাট, আক্কেলপুরসহ ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া গেছে বলে জানান মালুম।
অধিকতর জিজ্ঞাসাবাদে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে, যোগ করেন তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




