রাজাকারগণ, আর একবার জোরসে বলুন-
পাকিস্থান জিন্দাবাদ
আর একবার জোরসে বলুন-
পাকিস্থান ভাঙ্গা হলো কবিরা গুনাহ
সুশীলগণ আপনারা উত্তোলন করুন গণতন্ত্রের পতাকা
আর নির্বাচনে আসতে দিন যুদ্ধাপরাধীদের (তবে ভিন্ন প্রতীক নিয়ে)
আর জোরসে বলুন-
বহুদলীয় গণতন্ত্র জিন্দাবাদ।
২০১৮
ডিসেম্বর
চাঁদে যারা দেখেছিলো তাদের প্রাণপুরুষ তারা এখন গর্ত হতে উঁকি মারছে
গুজব আর হিংস্রতা নিয়ে
আর একদল আলোর পথযাত্রী যারা অকুতোভয়
নতুন নতুন উচ্চতায় পৌঁছানো তাদের নেশা
ভীরু যারা,যারা ডুবে থাকে চাকর মানসিকতার চোরা বালিতে
তারা থাকতে চায় নিরাপদ দূরত্বে।
০৩/১২/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


