প্রথম যে প্রতিবাদ, ভাষার জন্যে
মুষ্ঠিবদ্ধ হাত আর দৃপ্ত কন্ঠ,-উচ্চারিত হলো
“মাতৃভাষা বাংলা চাই”।
প্রথম যে আবেগ আর উল্লাস,-আমাদের স্বাধীনতা
“তুমি কে
আমি কে
বাঙালী
বাঙালী”।
মেঘনায় দিনে দিনে অনেক জল গড়ালো
রক্তস্নাত হলো আগষ্টের রাত
বছরগুলি গড়িয়ে গড়িয়ে পার করলো
অভিশপ্ত বাইশ বছর।
এখন আমার নিউরনে ক্রিড়ার উল্লাস
এখন আমি আর মানুষ নই
এখন আমি আর বাঙালী নই
আমি নেশাগ্রস্ত-
সাম্প্রদায়িক বিষ বইছে আমার প্রতিটি নিউরনে।
আমি বীজ বপন করি,-ষড়যন্ত্রের
আমার বাগানে বিষ বৃক্ষে ভরা
-পাখি নেই
-গান নেই
-ফল নেই
-আশা নেই।
অবশ্য সত্যিকারের বাংলাদেশ
এমন ছিলনা।
যারা লুকিয়ে আছে নিরাশার গুহায়
তাদের জন্যে এনে দিও ভদকা
সামাণ্য নেশাগ্রস্ত হোক তারা,ক্ষতি তো নেই
যৌন সঙ্গমের মত ক্ষণস্থায়ী আনন্দে মেতে থাক তারা সকলে।
তবে কিছু মানুষের হাতে অস্ত্র আছে
যা দিয়ে বুলেট নয়
কালি ঝরছে,-কবিতা হয়ে।
সে এক কঠিন দায়
মাতৃভূমির তরে
যুদ্ধের ময়দানে নয়,তারা লড়ে আড়াল হতে।
লড়ে যাবার কারণ?
দেশটাতো কারও একার নয়
সকলের।
রুহীগাঁও
২৫/১০/২০২১
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




