আচমকা হুনুমানের গদা চলে আসে আলোচনার কেন্দ্রে
যদিও ইকবাল চেয়েছিল পানিতে যেন ডুবে যায়,-থাকে যেন অন্তরালে।
তবে কিছু ভাঙ্গা মূর্তি;
অবশ্য মাটির,
আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়
সম্প্রীতি নামক এক শব্দ ছিল বাংলাদেশে
সীতার সাথে সেও চলে গিয়েছে-
পাতালে।
ছাই আর জলে অংকিত ওই বিভেদ রেখা
বিভেদ রেখায় দাঁড়িয়ে আমরা
দেখছি
রাজনীতির রান্নাঘরে পচে থাকা খাবার
চাটছে শৃগাল আর হায়েনার দল।
পুতুল নাচের আসরে ইকবালের কথ্থক নৃত্যে
জনতার হাততালির শব্দে ঘুমন্ত শিশু কেঁদে উঠে মাকে খুঁজে।
রুহীগাঁও
২৬/১০/২০২১
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




