সংবাদপত্রের পাতায় পাতায় ব্যাখ্যাগুলি ফাল পারে-
“কেন সংখ্যালঘু নির্যাতন”?
কি মজা,-ব্যাখ্যাগুলি মনের সুখে
বিড়ি ফুঁকে।
তবে যাদের ঘর পুড়েছে
হারিয়েছে সম্পদ আর গাভীন গরু
তারা কিন্তু উঠে দাঁড়ায়,চলতে শুরু করে।
সংখ্যালঘু শব্দে বীর্যের উল্লাসধ্বনি,তাই শুনে
আজ আমি বধির
শুধু খোলা দু’নয়নে দেখি
রাজনীতিবিদ
ধর্ম ব্যবসায়ী
আর সুশীলদের ন্যাকামী।
পচা আটায় তৈরি পাউরুটির মত
ফুলে থাকে
নতুন রাজনৈতিক দল।
রুহীগাঁও
২৭/১০/২০২১
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




