কিছুতো ঘটছে ভেতরে ভেতরে
পরে জানলাম। দেহটি ছিল তার আর মাথাটি অন্য কারও
সবই সম্ভব,এই মাটিতে।তাইতো সবাই ভুলে বসে আছে
আপনার পরিচয়।
তোমরা তো গুনদাকে চেনো।কত চমৎকার কবিতা লিখেছেন
স্বাধীনতার উপর।তবে পাঠক ক্রমেই কমে যাচ্ছে,
কমে যাচ্ছে আবৃত্তিকার।তাই রেসকোর্সে জ্বালাময়ী ভাষণ
আর নেই।
কিছু একটা ঘটে গিয়েছে,তাই তৃণমূলে আর মূল নেই
নির্বাচনে আর ভোট নেই। জানতো ক্যান্সার হলে কেমো
থেরাপীর পর মুখের রুচি কমে যায়।আমাদেরও
তাই হয়েছে হয়তো।
কি অবাক কান্ড বলশেভিকরা জনগণের ভালই চেয়েছিল
জনগণ পেয়েছিল কত সুবিধা গাদ্দাফীর আমলে।
সাম্য আর উন্নয়নে জনগণ লাথি মেরেছিল
কেন?- কে বা খোঁজ রাখে?
রুহীগাঁও
03/11/2021
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




