#
কবে কোন শাড়িতে লেগেছিল ভালো,-মনে আছে সব
মাঝে মাঝে কি যে হয়,ঝাঁক বেঁধে উড়ে আসে স্মৃতিপাখি সব।
লিখে রাখি প্রেমপত্র,পড়াবো তোমায়
সে আর হয়নাকো,তোমাকে ঘিরে আছে সুকঠিন সময়।
মেঘ রঙ,লাল রঙ,-সিঁদুরের রঙ
সবকিছু ভুলে তুমি ভালোবেসো বরং।
#
এই দীর্ঘশ্বাস,এই সতেজ সবুজ ঘাস
ওই উজ্জল নীল আকাশ
তাহলে সবই সত্যি?
আমি শুধু বসে আছি
নিয়ে এক বিষণ্ণ হৃদয়।
রুহীগাঁও
১০/১১/২০২১
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



