কেন ভালোবাসি তোমাকে-যেদিন রেখেছিলে হাত এই হাতে,
সেদিন হতে তুমি আমার-কারণ জানতে চাও?
গন্ধ পাও?-এই মায়াবী রাতে ফুটে থাকা হাস্নাহেনার,
আমি পাই সেই ঘ্রাণ-তুমি পাশে এলে।
তোমার সিঁথির উজ্জল রঙ আমাকে বলে
আছে একজন-
“আমি” হয়ে আমার পাশেই সর্বক্ষণ।
সংসার সমুদ্রের উত্তালতায়
তুমি দূর কর ভয়
আমার হৃদয় হতে:
শান্ত কন্ঠের দৃপ্ত উচ্চারণ-ভয় নেই,আমি তো আছি পাশে।
রুহীগাঁও
১১/১১/২০২১
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



