
তাদের কখনও বলা হয়নি
তোমার যা করছো সেগুলি অন্যায়,ঘোর অন্যায়
তোমার সভ্যতার নামে যা করছো সেগুলি অসভ্যতা।
এখনও আফ্রিকার অনেক দেশ কর প্রদান করে-
ফ্রান্সকে! আশ্চর্য।আমরা কোন যুগে বাস করছি?
আমেরিকাকে কখনও বিচারের মুখোমুখি হতে হয়নি
-জাপানে পারমাণবিক হামলার কারণে।
কোন পশ্চিমা সংবাদপত্র বলেনা বা লেখেনা –বিচার প্রয়োজন।
আমেরিকায় সুন্দর একটি মতবাদ আছে-তুমি যদি নিজের মাটিতে যুদ্ধ না চাও
তবে অন্যের মাটিতে যুদ্ধ লাগিয়ে রেখে দাও,
নিরপত্তা ও ব্যবসা দুটোই হবে তোমার।
আমরা কখনও প্রশ্ন করিনা বৃটেনকে
কেন হত্যা করা হলো সাদ্দামকে?
আমরা প্রশ্নও করিনা ওই পশ্চিমাদের
কেন সিরিয়ায় আমেরিকান সৈন্য,কেন মানুষ মরছে ফিলিস্তিন সিমান্তে?
আমরা যা করি-উন্নত জীবনের মিথ্যা মোহে
চলে যাই ইউরোপে
চলে যাই কানাডায়
চলে যাই আমেরিকায়।
আমরা যারা থাকি দেশে
পৃথিবী দেখি পশ্চিমা সংবাদ মাধ্যমের রঙীন দুই নয়নের মধ্যে দিয়ে।
নাটোর
০৮/০৭/২০২৩
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



