এই গল্পটা আগে শুনি নাই। তাই এইটা জোক্স না সত্যি ঘটনা জানি না। যার কাছ থেকে শুনলাম, তার জোর দাবী এটা বাস্তব ঘটনা। ঘটনাটা এরকম-
ভাগ্য পরিবর্তনের আশায় জাপানে গেছে কয়েক বাঙালী। জাপানের লিভিং কস্ট খুব বেশী। দুবেলার খাবার জোগাড় করতেই হিমসিম খাওয়ার মত অবস্থা। মাছ/ মাংস কেনার কথা ভাবাই যায় না। হঠাৎ একজন মুরগির দোকানের সাথে লাগোয়া একটা ছোট দোকান আবিস্কার করে। ওখানে মুরগির গলা, গিলা, মাথা, কলিজা এই সব বিক্রি হ্ত। বলাবাহুল্য সবই সুদৃশ্য প্যাকেটে বিক্রি হত। দামও অসম্ভব রকমের কম। সুতরাং এখন থেকে রোজই মুরগির গলা, গিলা, মাথা কিনে খাওয়া শুরু করে।
যাইহোক, খাওয়া দাওয়ার একটা সমস্যা মিটল ভেবে সবাই খুশী। সপ্তাখানেক এভাবেই চলল। হঠাৎ একদিন দোকানী জিজ্ঞেস করে - হাউ মেনি ডগস??
ভিমরি খাওয়ার মত অবস্থা। কুত্তার কথা জিজ্ঞেস করে কেন?? দোকানী এবার একটু খোলাসা করে - আপনাদের বাসায় কত কুকুর যে রোজ রোজ এত ডগ ফুড কেনা লাগে??
বলাবাহুল্য, এরপর তারা আর কোনদিন ঐ দোকানমুখী হন নি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




