প্রেমানন্দ-১
স্নিগ্ধ, তোমার হাসি
মুগ্ধ, হয়ে দেখি
তোমায় সারাবেলা,
ভরেনা ভরেনা মন ভরেনা
সরেনা সরেনা চোখ সরেনা
কী জাদু করেছো আমায়।
তোমার রূপেতে অন্ধ হয়েছি
আমি যে অসহায়।
আদরে আদরে সোহাগে সোহাগে
অবশ হয়েছে হৃদয়
এ পাশে ও পাশে, রঙিন আকাশে
সবি স্বপ্ন মনে হয়।
মিষ্টি, তোমার কথা
সুখ, খুঁজে পাই
গল্পে গল্পে সময় হারিয়ে
আমি আমাতে নাই।
দিনশেষে,... বাকিটুকু পড়ুন
