দু:খের খনি থেকে
আমার একমুঠো দু:খ নিয়ে
সুখ স্বাদ আসাদন করাবে কি কেউ আমায়?
ঘোষণা মাত্রই,
আমার উন্মুক্ত খনিতে অনেক ভীড়।
সবাই একমুঠো দু:খের বিনিময়ে
তাদের সকল দু:খকে জলাঞ্জলি দেবে
আমার বুকে।
লেনদেন হল.....
সকলের দু:খ আমার
সহ্যশক্তির কাছে পরাজিত।
পরদিন,
দু:খ গ্রহীতাদের
ঠিক সমান সংখ্যক বিজ্ঞাপন:
দু:খের খনি থেকে
আমার একমুঠো দু:খ নিয়ে
সুখ স্বাদ আস্বাদন করাবে কি কেউ আমায়?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




