বুঝি না সবাই শুধু শুধু মডারেশনের নামে অযথা এত কেন মন্তব্য করে। এই যেমন আজ সকালে আমার বন্ধু আমারে টেলিফোনে বলল যে সামহোয়্যার এর মডারেশন এখন ঘুমায়, ৭ দিনের কথা বলে নাকি এক বেচারা দেড় মাস পরে প্রথম পাতায় ঢুকার অনুমতি পাইছে। শুনেই তো আমার মেজাজ টা গেলাম চরম খারাপ হয়ে। ভাবতেছিলাম ৭ দিনের মাঝে প্রথম পাতার অনুমতি না পাইলে বাই বাই বলব সামহোয়্যারকে । তা এখন আর করতে হবে না, ৩ দিনের মধ্যেই মডারেশন আমারে প্রথম পাতায় ঢুকার অনুমতি দিছে। থ্যাংক ইউ মডারেশন
তাই চেনা-অচেনা , বন্ধু-বান্ধবী যারা এখানে আছো (যারা এখনও প্রথম পাতায় ঢুকার অনুমতি পাওনি) তাদের জন্য আমার কাছ থেকে কিছু টিপস রইল।
১। অযথা বিজয় পারলে অযথা ইউনিজয় ব্যবহার করে লেখাতে সুন্দর সুন্দর বক্স সংযোজন করার কোনই দরকার নেই।
২। পুরাতন দিনের গল্প, কবিতার থেকে চুরি না করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোন বিষয়ে আলোচনা কর।
৩। লিখতে পারো নিজের জীবনের কিছু বৈচিত্রময় ঘটনা (যদি থাকে)
৪। প্রেম, ভালবাসা, ছ্যাকা খাওয়া এইসব গল্প লিখা পরিহার কর, আমি এসব পড়তে বিরক্ত বোধ করি, হয়তবা অনেকেই করে। আর যদি মডারেশনও আমার মত সেসব লেখা পড়তে না চায় তবে বুঝতেই পারছো তোমার প্রথম পাতায় আসা......
৫। মডারেশন যাবতীয় কর্মকান্ড প্রথম দিকে পর্যবেক্ষন করে তাই এসময় তুমি নিজেকে সক্রিয় দেখাতে বিভিন্ন বিভিন্ন পোস্ট ফেবারিট এ সংযোজন দিতে পারো।
৬। আর বিস্তারিত জানতে আমারে কল কর +৮৮০১********* ( নাম্বার টা দিলাম না, কারন আমি নিজেও জানি না আমি কখন কোন সিম ব্যবহার করি, আসলে মোবাইল কোম্পানীগুলো এতই অফার দেয় যে সিম পরিবর্তন করি সচারচর, আর সব গুলো নাম্বার আমার মুখস্তও নেই, তাই আমি চাই না কেউ আমায় মোবাইল করে আমাকে না পেয়ে হতাশ হোক)।
ইতি
সুপারহিটপোলা রিটানর্স

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



