হোমোসেক্সুয়ালিটির প্রশ্নে ঘেন্নায় চেহারা অতিকায়, মুখে থুথু... ইত্যাদি নৈমিত্তিক।
এইতো ছিল শুরু থেকেই শুভ্রের অভিব্যাক্তি।
'এখন নেই'-; মিথ্যে। বরং প্রকট।
শুভ্রের পরিচয়? সে চলন্তিকা। সমাজ-সভ্যতা।
এইতো সেদিন-- আমরা হেটারোসেক্সুয়াল পর্নোগ্রাফিতে মুখ থুবড়ে পড়ে ছিলাম।
নৈমিত্তিক, কিন্তু নিত্য উত্তেজনা গ্রাস করেছিল।
অতঃপর সবাই শান্ত, রাত্রি জাগরণ অপ্রয়োজন ঠেকল।--
তবে শুভ্র আর আমার রক্তোত্তাপ নরকের মতো।
ধীরে ধীরে আমরা সমাজ, সভ্যতা, নৈমিত্তিকতার উর্ধ্বে উঠতে লাগলাম।
ওষ্ঠাধর স্পর্শ করল অসভ্যতার,
লিঙ্গধর স্পর্শ করল চির 'ট্যাবু'তার।
শুভ্র সুপুরুষ, আমি অপুরুষ।
অবশেষে ভুত নেবে গেল, অসুস্থতা প্রমাণিত হল।
আমরা নিকটে এসেছি, খুব নিকটে।
আমরা দূরে সরে গেছি, বহুদূরে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




