লিখতে বসলাম। আলসেমির কারণে কিছু লেখা হয় না। সেমিস্টার শেষ, বাসায় বসে বসে বিরক্তিকর সময় কাটাচ্ছি। মাথায় কিছু কথা ঘুরপাক খাচ্ছে, তাই ভাবলাম লিখি।
আমি কিছুটা মুভি পাগল। Hardcore পাগল না। কিন্তু আমি অনেক মুভি দেখি। বেশীর ভাগই Hollywood এর মুভি। মুভিগুলোতে আমেরিকান সংস্কৃতির কিছু ব্যাপার অনেক ভালো লাগে আবার কিছু ব্যাপার বিরক্তিকর। সবচেয়ে মজা লাগে যখন দেখি ওরা ১৮ বছরের নিচের ছেলেমেয়েদের শাসনে রাখে আর ১৮ বছর পার হয়ে গেলে মুক্ত-বিহঙ্গের মত স্বাধীন। কেউ কিছু বলার থাকে না। আফচুস, ২১ বছর পার করেও জীবনের স্বাধীনতা আব্বু আম্মুর কাছ থেকে পেলাম না। আরেকটা ব্যাপার যেটা চোখে লেগেছে তাহলো ওরা তেমন গৃহপরিচিকা রাখে না। নিজেদের কাজগুলা নিজেই করে। আমাদের দেশে নিজের কাজ নিজে করলে সেটা গরিবে কাজ(!) হয়ে যায়। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হল জাতি বৈষম্য। সবক্ষেত্রে যদিও হয় না।
সবচেয়ে বড় কথা হল, ১৮ বছর পার হলেই ওরা নিজেদের স্বাধীনতা অর্জন করে। কেউ কোন সিধান্ত নিলে অন্য কেউ মাতব্বরি করে না।
আমি যদিও জানি না মুভি আর বাস্তবতার ফারাক কতখানি, ওটা অভিজ্ঞরাই বলতে পারবেন। আমি আমার দেশে এই জিনিসগুলা খুব মিস করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





