কৈশোরটাকে পার করা আমি তখন দিশেহারা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে কোথায় ভর্তি হব এই নিয়ে চলছিলো নানা মাথা ব্যাথা। জন্মগত ফাকিবাজি স্বভাবের কারণে HSC এর পর পড়াশুনা করিনি। উলটা ভর্তি পরীক্ষার নামে ঘুরেছি। তো সব ভাল পাবলিক গুলাতে পরীক্ষা দিলাম। রেসাল্ট No Vacation টাইপ(চান্স পাওয়ার প্রশ্নও আসে না যদিও)। মানে Successfully Failed.
তো পরে ঠিক করা হল, প্রাইভেট ই শেষ ভরসা। সব দিক দিয়ে বিবেচনা করে আমি ঠিক করলাম ভরতি হব ঈস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তে। কারন ছিল কম খরচে এটাই মান সন্মত একটা ইউনিভার্সিটি। কোন কারণে যদি এটাতে না হত, আমি একবছর ড্রপ দিতাম। এর মধ্যে আরো নানা ঝামেলা হইসে, অগুলা লিখলে এই নোট এর বাহুল্য দোষ হবে, সুতরাং অগুলা বাদ। তো প্ল্যান অনুযায়ী আমি আমার দুই বন্ধু সীমান্ত আর ফাহিম রে নিয়া যাই ঈস্ট ওয়েস্ট এর form তুলতে। ভার্সিটিটার সামনে গিয়া আমি একটা ধাক্কার মত খাই, হায়রে ছোট থেকেই স্বপ্ন দেখতাম সবুজে ভরা একটা ক্যাম্পাস হবে আমার বিশ্ববিদ্যালয়, ঘাসের মধ্যে বসে বসে আড্ডা মারবো, কিন্তু একি। কিছু করার নাই, বাস্তবতা মেনে গেলাম form তুলতে।
ফর্মটা জমা দেয়ার সময়ই ওরে দেখলাম। ছেলেদের মত কাট দিয়ে গোমড়া মুখের একটা মেয়েও আসছে ফর্ম জমা দিতে। দেখতে "কেমন জানি" টাইপ লাগতেসিল। পরে ফেসবুক এ একটা স্ট্যাটাস দিসিলাম ওরে নিয়া, কি দিসিলাম মনে নাই।
আমার ভর্তি এক্সাম, কই আমার পড়া উচিত, উলটা আমি ফুটবল, মুভি নিয়া ব্যাস্ত। এক্সাম এর আগের দিন গেলাম আর্মি স্ট্যাডিয়াম এর কন্সার্ট এ, ফিরলাম রাত ১১টায়
কেমনে জানি চান্স পাইলাম। সুখি হয়ার চেয়ে মনে হয় কষ্ট পাইলাম
আমি আর "শুভ" বাস এ একসাথে যাই আর আসি। তো একদিন বাস এ দেখলাম ও দাঁড়ায় আসে। আমি আর শুভ বসে ছিলাম। শুভ আবার ওরে চিনতো। মানে আমার মতই চিনত কিন্তু পরিচয় নাই। ও বলল ওই মেয়েটারে ডাক দিয়া বস্তে বলি দাড়া। মানে শুভ তার সিটটা ওরে ছেড়ে দিবে। আচ্ছা আমি ওরে ওরে করতেসি কেন। আমার এই বন্ধুটার নাম তানজিম। আমি শুভ রে কইলাম কি দরকার? কেউ এইটা ভাবতে পারে যে আমি শয়তান ছিলাম তাই শুভরে বাধাঁ দিসি, কিন্তু না, শুভ উঠলেই ও আমার পাশে বসবে, আমার জন্য একটা অসস্থিকর ব্যাপার হবে। আগেই বলসি আমি মেয়েদের বেপারে অনেক ভিতু টাইপ ছিলাম :-& :!> :#> । যাই হোক ম্যাডাম আসিলেন, বসিলেন এবং চিরায়ত মেয়েলি স্বভাব অনুযায়ী বক বক শুরু করিলেন। আমরাও কথা বললাম। শালার মাঝখানে বাস গেল আগারগাঁ তে নষ্ট হইয়া
এভাবে ছিল তানজিম এর সাথে আমার পরিচয়। মজার কথা হল এই গোমড়া মুখের মেয়েটা কবে কিভাবে কেমনে জানি আমার এত ক্লোস ফ্রেন্ড হইসে আমি টের ও পাই নাই। আর এই মেয়ে মুডি না, আলগা ভাব ধরে আরকি।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





