২০০৮ সালে SSC এক্সাম এর পর আমি আমার প্রথম মোবাইলটা পাই। নোকিয়া ৩১১০সি। ১.৩ মেগা ক্যাম। আমার খুশি দেখে কে? তো কিছু ভাল লাগলেই ওটা দিয়ে ছবি তুলতাম।
![]()
নোকিয়া ৩১১০ এর তোলা একটা ছবি।
একবার এক ম্যাড ট্রিপ এ বন্ধু রায়হান এর নোকিয়া এক্স২ এর ৫মেগা এর ক্যামেরার ছবি দেখে আমার মাথায় আসলো এমন একটা যদি থাকতো। তার বেশ কিছুদিন পর রায়হান মোবাইলটা সেল করে দিবে। যেহেতু নতুন কেনার সামর্থ্য আমার মত ছাত্রের নাই সো আমি ভাব্লাম এই সুযোগ। জমানো টাকা দিয়ে কিনে ফেললাম ওর মোবাইলটা। ওটা দিয়ে চলল ছবি তোলা।
![]()
রাঙ্গামাটির কাপ্তাই লেক। ক্যামঃ Nokia X2
এভাবে অনেকদিন চললো। মোবাইল ও আরেকটা পেলাম। নোকিয়া সি৩. সেটা দিয়েও টুকটাক তুলতাম। সাথে দোস্তের ক্যামেরা দিয়েও তুলতাম মাঝে মাঝে।
![]()
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় । ক্যামঃ Nokia C3
![]()
হাতিরঝিল। ক্যামঃ Nokia C3
আগের মোবাইল ছবিব্লগ গুলোর লিঙ্ক ১
আগের মোবাইল ছবিব্লগ গুলোর লিঙ্ক ২
এরপর একদিন সুযোগ আসে, একটা ক্যামেরা কিনার। সেটাও 2nd Hand
![]()
সেমি ডিএসএলআর। এরপর থেকে ক্লিক করেই চলছি। ফটোগ্রাফার হয়ার কোন সাধ নাই। ছবি তোলাটা শখ। তুলতে ভাল্লাগে। কিছু মেমরি ধরে রাখতে পারা সে এক অন্যরকম আনন্দ। বকর বকর অনেক হল। নতুন ক্যামেরায় তোলা কিছু ছবি দিলাম।
![]()
বিল্লি
![]()
বোকেহ
বৃষ্টিস্নাত
Colors of the SKY
কসমস
জিনিয়া
![]()
শালিক
![]()
এই ফুলের নাম জানিনা
চড়ুই
Missing the Green
Towers!
আমার ফেসবুক পেজ
Flickr
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





