
প্রেমের মানে জানিস তুই?
সাইয়িদ রফিকুল হক
প্রেমের মানে জানিস তুই?
বলতো দেখি, প্রেম কাকে বলে?
পারবি একটা প্রেমের সংজ্ঞা দিতে?
দে না বাছাধন একটা উদাহরণ দে!
দেখবো তুই কেমন বাপের ব্যাটা।
মনটা তোর আছে কিনা সন্দেহ,
আছে শুধু একটামাত্র দেহ,
শুনেছি: তা-ও আবার বহুল ব্যবহৃত!
অনেক আগেই হয়েছিস তুই
পুরাদস্তুর গুলিস্তানের মাল সেকেন্ডহ্যান্ড,
আরও জেনেছি তোর দেহটা এখন বঙ্গবাজার!
আবার কাকে? বলছি শুধু তোকে:
প্রেমের মানে জানিস তুই?
জানলে আমায় বল না লক্ষ্মীসোনা!
ভালোবাসার মূল্য এখন গেছে কত কমে!
কাওরান-বাজারের আড়তদারদের মতো
চলছে এখন প্রেম-ভালোবাসা কেনাবেচা!
সকালে নাকি হচ্ছে কারও এখন প্রেম,
আর বিকালেই দেহমিলন!
একদিনেই সবশেষ!
মূর্খ-পশু এখন পোশাকধারী
ছুটছে প্রেমের সর্ষেক্ষেতে,
প্রেম-কুড়াবে প্রেম!
প্রেম যে এখন বাতাসে ভাসে।
পশুর মতো পোশাকধারী আর
বেড়ে গেছে নগ্নজীবের আনাগোনা,
আর উন্মত্ত-পাশবিকতাও
এখন দেখি বিক্রি হচ্ছে প্রেমের নামে!
আরে পশু বলছি তোকে:
প্রেমের মানে জানিস তুই?
আর প্রেম করেছে কিনা তোর বংশে কেউ?
প্রেমকে তোরা ভাবিস কী?
প্রেম কি এতোই সোজা!
আর প্রেম কি এখন তোদের কাছে
ছেলের হাতের মোয়া!
প্রেমের মানে সকালে দেখা
আর বিকালেই মেলামেশা?
পশু হয়েই রইলি তোরা চিরকাল
ভালোবাসার নামে তাই
চলছে শুধু ব্যভিচার!
প্রেমের মানে জানিস তুই?
বলতো দেখি, প্রেম কাকে বলে?
জানিস না তুই প্রেমের মানে!
আবার যদি দেখি তোকে প্রেমবাজারে
করবো ধরে সবাই মিলে জুতাপেটা,
পশু হয়ে আছিস তোরা পশু হয়েই থাক,
পশুর মুখে প্রেমের বাণী
সয় না পরানে আর।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






