অত্যন্ত শ্রদ্ধাভরে আমি প্রথমে ডি-নেট এর সকল কর্মকর্তাগণকে জানাই আমার কৃতজ্ঞতা। সে সাথে আপনদের সহযোগীতার জন্য ধন্যবাদ।
এ দ্বিতীয় সেশনে কোর্স করার জন্য ততটা আগ্রহী ছিলাম না। কিন্ত এখানকার তত্ত্বাধায়কদের তাড়নায় এখানে দ্বিতীয় সেশনে অংশ গ্রহণ করি। এখানে এসে আমার যা হয়েছে। আমি আমার পূর্বের শিখা সকল বিষয়গুলো পূনরায়গুলো রিভিশন করতে পেরেছি। এর মধ্যে একটা বিষয় না বললেই নয় যা এর মধ্যে যত ছোটখাট সমস্যা ছিল তা আমার সমাধান হয়েছে।
সবচেয়ে বড় কথা হল শিখা বিষয়গুলো একেবারে হারাতে বসেছিলাম। দ্বিতীয় সেশনে এসে সেই হারানো বিষয়টা পুনরুদ্ধার হলো এবং এ বিষয়ে উৎসাহের মাত্র বেড়ে গেল। ধন্যবাদ সকল ডি-নেট কর্মকর্তাদের।
এখন আমার ডি-নেট-এর কাছে আমার একটা আবেদন যদি ফিউচারে হার্ডওয়ার এবং সফ্টওয়ারের উপর কোন প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা হয় আর আমি যদি এতে অংশগ্রহণ করার সুযোগ পাই তাহলে অনেক উপকৃত হব। কেন না আমার একটা ট্রেনিং সেন্টার রয়েছে। এখান থেকে এ সযোগটা আমি পেলে স্থানীয় পর্যায়ের ছাত্র/ছাত্রীরাও এর
অংশীদার হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




