01:
এক কৃষক ব্যাটারির দোকানে গিয়ে দোকানের মালিকের সঙ্গে কথা বলছে_
কৃষক : ভাই, আমার লাঠিটা চার্জে দেন তো।
মালিক : কি আজেবাজে কথা বলছেন?
কৃষক : আজেবাজে কথা না ভাই।
মালিক : তাহলে লাঠিচার্জ করার কথা বলছেন যে?
কৃষক : আরে ভাই, ওই দিন টেলিভিশনের খবরে কইল পুলিশ নাকি লাঠিচার্জ করছে। তাইলে আপনেই কইন তো পুলিশে যদি লাঠিচার্জ কইরা মানুষ পিটাইবার পারে। তাইলে আমি লাঠিচার্জ কইরা গরু পিটাইবার পারমু না কেন?
02:
হাসপাতালে অসুস্থ রোগীকে ডাক্তার বলল_
ডাক্তার : আপনার জন্য দুটি সংবাদ আছে। একটি সুখের অন্যটি দুঃখের। এখন আপনি কোনটি আগে শুনবেন।
রোগী : আগে দুঃখের সংবাদটি বলুন।
ডাক্তার : আপনার দুটি পা কেটে নেয়া হবে।
রোগী : অঁ্যা!
ডাক্তার : এবার সুখের সংবাদটি হল আপনার জুতো জোড়া পাশের বেড়ের ভদ্রলোক কিনে নেবে।
03:
পুলিশ : মাফ করবেন, আমি জানতাম না যে পার্কের এই অন্ধকার কোণে আপনি যে মহিলাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, উনি আপনার স্ত্রী।
ভদ্রলোক : না, না, এতে মাফ চাওয়ার কী আছে? আপনি টর্চের আলো আমাদের উপর ফেলার পরই তো জানতে পারলাম যে, ও আমার স্ত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


