অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, বিদেশীদের অর্থে 2 হাজার টাকার মোবাইল ফকিরনীর হাতে থাকলেই দেশের উন্নতি হয় না এবং মাইক্রো ক্রেডিটের টাকা দিয়ে কেউ বড়োলোক হয়ে যাবে এটাও চিনত্দা করা যায় না। হাজার দুয়েক টাকা দিয়ে আন্ডা, মুরগি-ছাগল পালন করে দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়ন হয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, উন্নয়ন মানসিকতা, বিনিয়োগ, রপ্তানি, শিল্প স্থাপনের ফলে। বাংলাদেশকে এখন সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে দাবি করে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো করছে। কিন' ভারতের চেয়ে আমরা অগ্রগামী। দেশে গত পাঁচ বছরে দারিদ্র্য 10 শতাংশ কমেছে। ইকোনমিক গ্রুপ এখন 6/7 শতাংশ। আগে কখনোই 4/5 শতাংশের বেশি ছিল না। রেমিটেন্স বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। সব হয়েছে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে। এর ফলে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন হয়েছে বলে তিন দাবি করেন।
অর্থমন্ত্রী বলেন, অনেক দল রাজপথে জনগণের সঙ্গে দীর্ঘদিন থেকেও ক্ষমতায় যেতে পারছে না। নোবেল পুরস্কার পাওয়ার পর ড. ইউনূস যদি রাজনৈতিক দল করেন তবে সিভিল সোসাইটি থাকবে না। তখন আমরা রাজনীতিবিদরা চুরি-চুট্টামি করলে কে বাধা দেবে? কে বলবে এটা কোরো না, ওটা কোরো না? তিনি দাবি করেন, তিনি সরকারে থাকতে 1978 সালে গ্রামীণ ব্যাংককে 800 কোটি টাকা দিয়ে 3 বছর চালাইছেন। গ্রামীণ ব্যাংকের আজকের অবস্থানের জন্য সরকারের অবদান রয়েছে। তবে তিনি গ্রামীণ ব্যাংকের সুদের হার বেশি থাকার সমালোচনা করেন।
*মাইক্রো ক্রেডিটের টাকা দিয়ে কেউ বড়োলোক হয়ে যাবে এটাও চিনত্দা করা যায় না*
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



